নাইক্ষ্যংছড়িপ্রধান খবর

নাইক্ষ্যংছড়িতে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, রোয়াংছড়িতে নিখোঁজ ইজিবাইক চালক

নিজস্ব প্রতিবেদক : জেলায় দুটি ভিন্ন ঘটনা ঘটেছে। নাইক্ষ্যংছড়িতে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আর রোয়াংছড়িতে এক ইজিবাইক চালক নিখোঁজ রয়েছেন।

শ্রমিকের মরদেহ উদ্ধার

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ২৭৯ নম্বর বাঁকখালী মৌজার লতাবনিয়া পাহাড়ি এলাকা থেকে মনজুর আলম (২৮) নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মনজুর আলম কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াংগেরকাটা গ্রামের মোহাম্মদ আমির ওরফে আমির হামজার ছেলে। তার স্ত্রী রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল জব্বার জানান, সকালে রাবার গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। রোববার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন মনজুর আলম।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। তবে পারিবারিক কলহ বা অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।

রোয়াংছড়িতে ইজিবাইক চালক নিখোঁজ

অন্যদিকে রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের নাটিং ঝিড়ি এলাকার ধল্যা তঞ্চঙ্গ্যার ছেলে অমন্ত সেন তঞ্চঙ্গ্যা (৪৬) রবিবার রাত থেকে নিখোঁজ রয়েছেন। তিনি পেশায় ইজিবাইক (টমটম) চালক।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সারাদিন যাত্রী পরিবহন শেষে রাতে ইজিবাইকটি রোয়াংছড়ি বাসস্টেশনে রেখে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। সকাল থেকে এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিস বিভিন্ন এলাকায় তল্লাশি চালালেও তার কোনো খোঁজ মেলেনি।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ বলেন, নিখোঁজের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাশাপাশি তারাছা খালে ফায়ার সার্ভিসের সদস্যরা তল্লাশি চালাচ্ছেন। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Related Articles

Back to top button