খামার বাড়িতে একা পেয়ে অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণ, আটক দুই
বান্দরবানের লামায় আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৩১ আগস্ট) রাতের দিকে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড মুসলিম পাড়ায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে পুলিশ অভিযুক্তদের আটক করে।
গ্রেফতাররা হলেন—মুসলিম পাড়ার মো. সোলেইমানের ছেলে মো. ফয়সাল (২১) এবং ইসহাক সর্দারের ছেলে মো. রাব্বি (২১)।
ভিকটিমের স্বামী জানান, তিনি রাত পর্যন্ত বাগানে কাজে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে দুই যুবক তার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গণধর্ষণ করে। পরে তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেন।
লামা থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, “ভিকটিমকে উদ্ধার করে থানায় আনার পর অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। ধর্ষণের আলামত সংরক্ষণ করা হয়েছে। আটক দুজনকে আদালতে পাঠানো হবে।”