লামাপ্রধান খবর

বান্দরবানে অবৈধ ৬ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে পরিচালিত ৬টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। এর আগে বুধবার আরও দুটি ইটভাটা উচ্ছেদ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন এবং পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রেজাউল করিম। এ কাজে সহযোগিতা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

গুড়িয়ে দেওয়া ইটভাটাগুলো হলো—ইউবিএম, এসবি ডব্লিউ, এমবি আই, ইবিএম, ৭বিএম, এলাহি ব্রিকস ও সেভেন ব্রিকস ম্যানুফ্যাকচারিং। এসব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের অনুমোদন ছিল না।

হাইকোর্টের নির্দেশে পরিচালিত এই অভিযানে কর্মকর্তারা জানান, উচ্ছেদের পরও কেউ পুনরায় অবৈধভাবে কার্যক্রম শুরু করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Check Also
Close
Back to top button