বান্দরবানে ইটভাটার দুই শ্রমিককে অপহরণের অভিযোগ
বান্দরবানের সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের লামারপাড়া এলাকায় এএইচএন ইটভাটা থেকে দুই শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে। অপহৃতরা হলেন—তপন দাশ (৬৫), আমিরাবাদ সুপছড়ি এলাকার বাসিন্দা এবং জয় নাথ (৫৫), বালাঘাটার বাসিন্দা।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো নিজেদের রুমে বিশ্রামে ছিলেন শ্রমিকরা। রাতের খাবারের সময় তাদের আর পাওয়া যায়নি।
ইটভাটার কর্মচারী সুনিল দাশ জানান, তিনি বাজার থেকে তপন দাশকে সঙ্গে নিয়ে আসেন। রান্না শেষে রুমে খাবার দিতে গেলে তাদেরকে পাওয়া যায় না। পরবর্তীতে তপনের ফোনে কল দিলে অপরিচিত একজন কল রিসিভ করে আশেপাশে থাকার কথা বললেও পরে মোবাইল বন্ধ পাওয়া যায়। ঘটনাস্থলের পাশের ঝিড়িতে একাধিক পায়ের ছাপও দেখা গেছে বলে জানান তিনি।
সত্যতা নিশ্চিত করে সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা বলেন, খবর পাওয়ার পর এলাকাবাসীর সাথে খোঁজাখুঁজি চালানো হলেও তাদেরকে আর পাওয়া যায়নি।
এএইচএন ইটভাটার মালিক আব্দুল কুদ্দুছ বলেন, কারো সাথে তাদের কোন বিরোধ বা আর্থিক লেনদেনের বাকি নেই। কে বা কারা অপহরণ করেছে তা জানা যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবদুল করিম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে। তবে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কারা এই অপহরণের সাথে জড়িত।