স্বাস্থ্যের মান নিশ্চিত করতে সমঝোতা স্বাক্ষর
বান্দরবানের দুর্গম প্রত্যন্তাঞ্চলে নারী, শিশু ও সাধারণ মানুষের স্বাস্থ্যের মান উন্নয়ন ও এলাকাবাসীর জীবনযাত্রায় রূপান্তরমূলক পরিবর্তন আনতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) বেলা দুইটায় কুহালং ইউনিয়ন পরিষদ হলরুমে এ সমঝোতা স্বাক্ষর করেন গ্রাউসের ডেপুটি ডিরেক্টর ও প্রোগ্রাম ডিরেক্টর চিন্ময় মুরুং এবং কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব উচ্চপ্রু মারমা, গ্রাউসের প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার চিংথোয়াই উ মারমা, ইউপি সদস্য কালাম মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
চুক্তিতে বলা হয়, কুহালং ইউনিয়নের প্রতিটি এলাকায় জনগণের মৌলিক চাহিদা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদ ও গ্রাউস যৌথভাবে কাজ করবে। বিশেষ করে নারী ও শিশু উন্নয়নকেন্দ্রিক প্রকল্পসমূহ সমন্বিতভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। একই সঙ্গে ১৩টি স্থায়ী কমিটির মাধ্যমে ৫টি ইউনিয়নের প্রায় ১৮ হাজার মানুষের কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়া হবে।
বক্তারা বলেন, ওয়ার্ল্ড ভিশন বর্তমানে বিশ্বের ১১০টিরও বেশি দেশে মানুষের সেবার মান উন্নয়নে কাজ করছে। পার্বত্য অঞ্চলে শিশু ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা, শিক্ষার মানোন্নয়ন, নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠা এবং অন্যান্য প্রয়োজনীয় সেবার মান নিশ্চিত করতেও তারা কাজ চালিয়ে যাবে। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা শেষে গ্রাউস ও কুহালং ইউনিয়ন পরিষদের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।