গ্রাম হবে পরিচ্ছন্ন-স্বাস্থ্যকর, যদি সবাই এগিয়ে আসে: সাসুইচিং মার্মা
“গ্রামের প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে—তাহলেই প্রতিটি গ্রাম হবে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর।”
রবিবার (২৪ আগস্ট) সকালে বান্দরবানের সদর উপজেলার ভাঙ্গামুড়া এলাকায় আয়োজিত পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা অনুষ্ঠানে এ মন্তব্য করেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সাসুইচিং মার্মা।
তিনি বলেন, “যত্রতত্র প্লাস্টিক ও পলিথিন ফেলার বদলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে হবে। খোলা জায়গায় মলমূত্র ত্যাগ বন্ধ করতে হবে। পাশাপাশি গাছ লাগিয়ে গ্রামকে সবুজায়নের মাধ্যমে পরিবেশ সুরক্ষা করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মার্মা। তিনি বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম গড়তে হলে উন্নত স্যানিটেশন ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার পরিবেশ নিশ্চিত করা জরুরি।
ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় সদর উপজেলা এরিয়া গ্রাউসের বাস্তবায়িত এ কর্মসূচিতে স্থানীয় প্রশাসন, বিভিন্ন সংগঠন, গ্রাম উন্নয়ন কমিটি ও গ্রামবাসীরা অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক উথোয়াইখই মার্মা, গ্রাউসের প্রোগ্রাম ম্যানেজার টুলু মার্মা, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার চিংথোয়াই উ মার্মা, ভাঙ্গামুড়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি নুংচিংমং মার্মা, অত্য পাড়ার কারবারী বাচমং মার্মা।
অংশগ্রহণকারীরা জানান, স্থানীয় প্রশাসন ও সরকারের সহযোগিতায় গ্রামকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর ঘোষণার উদ্যোগ জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বেসরকারি সংস্থা ওয়াল্ড ভিশন সহযোগীয় সদর উপজেলার এরিয়া গ্রাউসের বাস্তবায়নের কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন সংগঠন ফোরামের সদস্যসহ গ্রামবাসীরা।