বান্দরবান সদরপ্রধান খবরস্বাস্থ্য পরামর্শ

বান্দরবানে ১ লাখ ২১ হাজার শিশুকে দেয়া হবে টাইফয়েড টিকা

বান্দরবানে ১ লাখ ২১ হাজার শিশুকে টাইফয়েড টিকা দেয়া হবে। ইতোমধ্যে জেলার প্রায় ৬৫ শতাংশ শিশু অনলাইনে টিকা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী।

তিনি জানান, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। এ টিকা শিশুদের ৫ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষিত রাখবে।

সিভিল সার্জন আরও বলেন, টিকা কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলায় ৩৮৪টি টিকাদান কেন্দ্র প্রস্তুত রয়েছে। অভিভাবকরা নিকটস্থ টিকাকেন্দ্রে গিয়ে শিশুদের টিকা দিতে পারবেন। এছাড়া যারা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারেননি, তারা সরাসরি টিকাকেন্দ্রে গিয়েও টিকা নিতে পারবেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. সেলিম উদ্দিন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এন এ জাকির, গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) হৃদয় মাহমুদ চয়নসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Related Articles

Back to top button