বান্দরবান সদর

খাগড়াছড়ি গুইমারার সংঘর্ষের প্রতিবাদে চিম্বুকে বিক্ষোভ সমাবেশ

খাগড়াছড়ি জেলার গুইমারায় সাম্প্রতিক সংঘর্ষ ও এক আদিবাসী ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে বান্দরবানের রুমায় গালেংগ্যা ইউনিয়নের চিম্বুক এলাকায় (১৬ মাইল) বটতলা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ অক্টোবর) দুপুরে ম্রো ছাত্র ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক স্থানীয় মানুষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী দনওয়াই ম্রো এবং সঞ্চালনা করেন বান্দরবান সরকারি কলেজের শিক্ষার্থী মেনরুম ম্রো। এতে বক্তব্য রাখেন রুইয়াং ম্রো, চ্যংরাও ম্রো, কাপ্রু পাড়ার সাবেক মেম্বার মেনচিত ম্রো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী টুম্পাও ম্রো, মানারাত ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিয়ং ম্রো ও সচেতন নাগরিক য়ংসম ম্রো প্রমুখ।

বিক্ষোপ সমাবেশের উপস্থিত থাকার বক্তারা বলেন , পাহাড়ে সাধারণ মানুষ বহুদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। কিন্তু একটি গোষ্ঠী বারবার অশান্তি সৃষ্টি করে নিরীহ জনগণকে ভোগান্তির মধ্যে ফেলছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাত্রা। তারা অভিযোগ করেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। দ্রুত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

সমাবেশে বক্তারা আরও প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে তারা পাহাড়ের সব জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, শান্তিপূর্ণ সহাবস্থানই হতে পারে পাহাড়ের উন্নয়ন ও সমৃদ্ধির মূল পথ।

স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, এ ধরনের আন্দোলন পাহাড়ি জনগণের দীর্ঘদিনের শান্তি ও নিরাপদ জীবনের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। তারা আশা প্রকাশ করেন, জনগণের প্রতিবাদের শক্তিশালী বার্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ গুরুত্ব সহকারে বিবেচনা করবে।

Related Articles

Back to top button