দলবদ্ধ ধর্ষণের বিচারের দাবিতে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
খাগড়াছড়িতে মারমা জাতিগোষ্ঠীর এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আদিবাসী শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বান্দরবান মুক্তমঞ্চের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে রাজার মাঠে সমবেত হয়ে শিক্ষার্থীরা ব্যানার–ফেস্টুন নিয়ে শহরের প্রধান সড়কগুলোতে বিক্ষোভ মিছিল করেন। পরে মুক্তমঞ্চে গিয়ে তা সমাবেশে রূপ নেয়।
সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক জামাধন তঞ্চঙ্গ্যা, বাংলাদেশে তঞ্চঙ্গ্যা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিটনময় তঞ্চঙ্গ্যা, মারমা স্টুডেন্ট কাউন্সিল কলেজ শাখার শিক্ষার্থী উমংসিং মারমা, মানবাধিকার কর্মী জন ত্রিপুরাসহ বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি উবাথোয়াই মারমা। তিনি বলেন, “পাহাড়ে দিন দিন ধর্ষণের ঘটনা বেড়েই চলছে। দুই এক মাস পরপর আমাদের মা–বোনেরা নির্যাতনের শিকার হচ্ছেন।”