দুই ইউপি মেম্বারের অপসারণ দাবিতে বান্দরবানে মানববন্ধন
বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার আব্দুর ছবুর ও ২নং ওয়ার্ড মেম্বার জসিম উদ্দিনের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। খাদ্যশস্য আত্মসাৎ, গরিব অসহায়দের চাল বিতরণে অনিয়ম, টাকার বিনিময়ে ভূমিহীনদের ঘর রোহিঙ্গাদের দেওয়াসহ নানা দুর্নীতির অভিযোগ ওঠেছে তাদের বিরুদ্ধে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সুয়ালক এলাকার দেড় শতাধিক মানুষ অংশ নেন। ভুক্তভোগীরা অভিযোগ করেন, মানববন্ধনে আসার পথে তাদের বাধা দেওয়া হয়েছে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী সিংমাইনু তঞ্চঙ্গ্যা, মো. বাহার, সিরাজুল ইসলাম, মো. আরিফুল ইসলাম, প্রতিবন্ধী নুরুল কবির, ইসলাম খাতুনসহ অনেকে।
সিংমাইনু তঞ্চঙ্গ্যা অভিযোগ করেন, “প্রকৃত গরিবদের সরকারি সুবিধা থেকে বঞ্চিত করে ধনীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের কাছ থেকেও ঘুষ আদায় করেছে তারা। এমনকি রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে আর্থিক সুবিধা নিয়েছে।”
প্রতিবন্ধী নুরুল কবির বলেন, “সরকার থেকে একটি আশ্রয়ণ ঘর পেয়েছিলাম। কিন্তু ১নং ওয়ার্ড মেম্বার আব্দুর ছবুর ঘর বুঝিয়ে দেওয়ার জন্য আমার কাছে ৬০ হাজার টাকা দাবি করেন। ২০ হাজার টাকা দেওয়ার পর কাজ শুরু হলেও বাকি টাকা না দেওয়ায় কাজ অর্ধেকে থেমে গেছে।”
কাইচতলী এলাকার ইসলাম খাতুন জানান, তার নামে ঘর বরাদ্দ হলেও ২নং ওয়ার্ড মেম্বার জসিম উদ্দিন ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা না দেওয়ায় তিনি ঘর পাননি।
অন্যদিকে ভুক্তভোগী সিরাজুল ইসলাম অভিযোগ করেন, “আমরা গরিব হলেও কোনো সরকারি সুবিধা পাইনি। বরং সব সুবিধা এলাকার ধনী-প্রভাবশালীদের দেওয়া হয়েছে।”
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে নানা দুর্নীতি ও নির্যাতন চালালেও বর্তমানে তারা বিএনপির একটি অংশের সঙ্গে আঁতাত করে নতুন করে ভূমি দখলসহ অপরাধমূলক কর্মকাণ্ড করছে।
স্থানীয়রা দুর্নীতিবাজ দুই ইউপি সদস্যের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।






