বান্দরবান সদর

বান্দরবানে নারী যোগাযোগ কেন্দ্রের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বান্দরবান প্রতিনিধি:: “বাঁধা এলে তার মুখোমুখি দাঁড়াবো, আমাদের আছে অনন্ত শক্তির আধার, সাহস নিয়ে এগিয়ে চলো, আমরাও পারবো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে নারী যোগাযোগ কেন্দ্র (এনজেকে) এর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে বান্দরবানের পর্যটন মোটেলের হলরুমে বিএনকেএস, উৎস, ওডেব, সারা ও নারী যোগাযোগ কেন্দ্র (এনজেকে) যৌথ আয়োজনে এবং ডিয়াকোনিয়া বাংলাদেশের সহযোগিতায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়। ঢাকা থেকে অনলাইনে ভার্চুয়ালি যুক্ত হয়ে জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় এনজেকে আহবায়ক সুলতানা বেগম। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিয়াকোনিয়া বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খোদেজা সুলতানা লোপা।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা। তিনি বলেন, “নারীদের পেছনে ফেলে কোন উন্নয়ন সম্ভব নয়। দেশের উন্নয়ন কর্মকান্ডে নারীদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।” তিনি সকলকে আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানান এবং যেকোন বিপদে পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শ দেন।

এবারের জাতীয় সম্মেলনে ঢাকা, বান্দরবান, ময়মনসিংহ ও চট্টগ্রাম জেলার ১১০ জন নারীনেত্রী অংশ নেন। দিনব্যাপী আয়োজনের মধ্যে বিভিন্ন অভিব্যক্তি ও আলোচনা অনুষ্ঠিত হয় এবং বর্ণাঢ্য আয়োজনে সফলভাবে সমাপ্ত হয় সম্মেলন।

Related Articles

Back to top button