আলিকদমপ্রধান খবর

মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

বান্দরবানের আলিকদম উপজেলায় মোবাইল চার্জ দিতে গিয়ে মুন্নী পাল (৩৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুন্নী পাল ওই এলাকার বিকাশ পালের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে তিনি গুরুতর আহত হন। শব্দ পেয়ে স্বামী ছুটে গিয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলিকদম থানার ওসি মীর্জা জহির উদ্দিন জানান, প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বলেই জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

Related Articles

Back to top button