আলীকদমে বিজিবির বিনামূল্যে মেডিকেল ক্যাম্প
বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের ওয়াংরাইপাড়া সীমান্ত এলাকায় চিকিৎসা বঞ্চিত নৃ-গোষ্ঠী জনসাধারণের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।
বুধবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত এ কর্মসূচিতে নারী-পুরুষ ও শিশুসহ ৯০ জনের বেশি স্থানীয় মানুষ চিকিৎসাসেবা ও ওষুধসামগ্রী পান।
বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর নির্দেশনায় এবং মেডিকেল অফিসার মেজর মোহাম্মদ খোরশেদুল আলম মাসুমের নেতৃত্বে এ ক্যাম্প পরিচালিত হয়। স্থানীয় পাড়াকরবারী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পদবীর বিজিবি সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও সীমান্ত অপরাধ দমনে কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিজিবি মানবিক কার্যক্রম চালিয়ে আসছে। এর অংশ হিসেবে নিয়মিত বিনামূল্যে চিকিৎসা, ত্রাণ, খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়।
পর্যায়ক্রমে অন্যান্য বিওপির দায়িত্বপূর্ণ এলাকাতেও এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানায় বিজিবি।