আলিকদম

দূর্গম মংলা পাড়ায় পাঁচ শতাধিক শিক্ষার্থী পেলো বিনামুল্যে চিকিৎসা

বান্দরবান জেলার আলিকদম উপজেলার প্রত্যন্ত পাহাড়ি জনপদ মংলা পাড়ায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর জন্য ব্যতিক্রমধর্মী এক স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করেছে সামাজিক সংগঠন ‘অঙ্গন’। অপসুনিন ফার্মার সহায়তায় শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় ঔষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

শুক্রবার (১ আগস্ট) মংলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাতামুহুরি মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেয় এলাকার শত শত সুবিধাবঞ্চিত শিশু-কিশোর। এতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা দাঁত, অপুষ্টি, ত্বক, মৌসুমি রোগসহ বিভিন্ন সমস্যার প্রাথমিক চিকিৎসা দেন।

এছাড়াও কিশোরীদের জন্য ঋতুকালীন স্বাস্থ্য সচেতনতা ও পিরিয়ড–সংক্রান্ত সামাজিক কুসংস্কার ভাঙতে চালানো হয় পৃথক সচেতনতামূলক সেশন। সেমিনারে স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা, পুষ্টি ও ব্যায়ামের গুরুত্ব নিয়েও শিক্ষার্থীদের সচেতন করা হয়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সমাজসেবীরা।

চিকিৎসক দলের সমন্বয়কারী ডা. ইকরাম হোসেন আজাদ বলেন, “এই অঞ্চলের শিশুরা দীর্ঘদিন ধরে প্রাথমিক স্বাস্থ্যসেবার বাইরে ছিল। আমরা চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়াতে। এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া দরকার।”

আলিকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হোসাইনুর রহমান সৌরভ বলেন, “অঙ্গনের মতো সংগঠনগুলো পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্যচিত্র উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে।”

মাতামুহুরি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমেন বলেন, “এই উদ্যোগ শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় বিশেষ ভূমিকা রাখবে।”

অঙ্গনের সহ-সভাপতি সামিউল হক সাফি জানান, “শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতেই এ ক্যাম্প আয়োজন। ভবিষ্যতে নিয়মিত ও বড় পরিসরে এই কার্যক্রম চালিয়ে যেতে চাই।”

এই আয়োজন স্থানীয়দের কাছে শুধু একটি স্বাস্থ্য ক্যাম্প নয়, বরং সহানুভূতি, দায়িত্বশীলতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

Back to top button