রুমায় ৯১৮ জনের মাঝে নন-ফুড সামগ্রী বিতরণ
বান্দরবানের রুমা উপজেলায় ঝুঁকিপূর্ণ ও অসহায় পরিবারের মাঝে নন-ফুড সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় রুমা সাঙ্গু কলেজ প্রাঙ্গণে “বান্দরবান হিল ডিস্ট্রিক্ট কাউন্সিল” এর উদ্যোগে এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) ও কানাডা সরকারের সহযোগিতায় এই বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রুমা উপজেলার মোট ৯১৮ জন নারী ও পুরুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় নন-ফুড সামগ্রী বিতরণ করা হয়। প্রতিজনকে বালতি, পানি রাখার বোতল, হাঁড়ি-পাতিল, বেলচা, ওষুধ স্প্রে, দড়ি, কাপ, তেরপলসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও প্রতিজনকে ২০০ টাকা করে নগদ সহায়তাও দেওয়া হয়।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা ফ্যাসিলিটেটিং অ্যাসোসিয়েট (UNDP) মোহাম্মদ সেলিম উদ্দিন, বান্দরবান-রোয়াংছড়ি ইউনিয়ন ফিল্ড অফিসার মেবুচিং খেয়াং, টেকনিক্যাল অফিসার (টিও) শর্মী সারকী এবং রুমা উপজেলা ফ্যাসিলিটেটর জেমস বম।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বাসিন্দারা এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
উপকারভোগী সিংরুই ম্রো বলেন, “আমরা পাহাড়ে অনেক কষ্টে থাকি। এই জিনিসগুলো আমাদের জন্য খুব দরকার ছিল। আজ পেয়ে খুব খুশি।”
আরেকজন উপকারভোগী সংদন ম্রো বলেন, “বৃষ্টির সময় ঘর ঠিক রাখা, পানি রাখার বোতল ও তেরপল আমাদের অনেক কাজে লাগবে। সরকার ও ইউএনডিপিকে ধন্যবাদ।”
এই উদ্যোগের মাধ্যমে পাহাড়ি অঞ্চলের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং দুর্যোগে টিকে থাকার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।






