বান্দরবানে ৩২টি পূজা মণ্ডপে পার্বত্য জেলা পরিষদের চেক বিতরণ
নিজস্ব প্রতিনিধি, বান্দরবান: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবানে বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছে পার্বত্য জেলা পরিষদ।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ কনফারেন্স কক্ষে প্রধান অতিথি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই ৩২টি মণ্ডপে মোট ২৫ লাখ টাকার চেক বিতরণ করেন। এই অনুদান সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসবকে আরও আনন্দমুখর এবং নিরাপদ করতে প্রদান করা হয়েছে।
অধ্যাপক থানজামা লুসাই বলেন, “দুর্গাপূজা চলাকালীন সকল মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এছাড়া ভক্তরা যাতে নির্বিঘ্নে পূজায় অংশগ্রহণ করতে পারেন, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।”
অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবুল মনসুর, সদস্য মো. আবুল কালাম, মো. নাছির উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।






