শিল্প সাহিত্য

খাগড়াছড়ি মহিলা কলেজে উৎসবমুখর নবীন বরণ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে কলেজ অডিটোরিয়ামে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার।

অতিথিরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, নবীনদের স্বপ্নপূরণে এই কলেজ সর্বদা পথপ্রদর্শকের ভূমিকা পালন করবে।

তারা আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষার্থীরা শুধু পড়াশোনায় নয়, মানবিক মূল্যবোধ ও সংস্কৃতিচর্চায়ও সমৃদ্ধ হয়ে সমাজে নেতৃত্ব দিতে সক্ষম হবে। এসময় কলেজের শিক্ষক–শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। নবীনদের ফুল দিয়ে বরণ, সাংস্কৃতিক পরিবেশনা ও শুভেচ্ছা বক্তব্যে পুরো অডিটোরিয়াম উৎসবমুখর হয়ে ওঠে।

Back to top button