দেশান্তর

যুক্তরাষ্ট্রে প্রবেশে নতুন শর্ত: ভিসা পেলেও দিতে হবে ১৫ হাজার ডলার বন্ড

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ভ্রমণে আগ্রহী পর্যটক ও ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম চালু করছে দেশটির সরকার। আগামী ২০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এক বছরের পাইলট প্রোগ্রামের আওতায় ভিসা পেলেও সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাম্বিয়া ও মালাবির ভ্রমণকারীরা এ নীতির প্রথম আওতায় আসবেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশে অবস্থান রোধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

কনস্যুলার কর্মকর্তারা তিন ধাপে বন্ড নির্ধারণ করবেন—৫ হাজার, ১০ হাজার ও ১৫ হাজার ডলার। তবে অন্তত ১০ হাজার ডলার বন্ড নেওয়ার দিকেই বেশি নজর দেওয়া হবে। শর্ত মেনে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।

এর আগে ২০২০ সালে ট্রাম্প প্রশাসন একই ধরনের উদ্যোগ নিলেও করোনার কারণে তা কার্যকর হয়নি। নতুন নীতি প্রথমে সীমিত পরিসরে প্রয়োগ করা হবে এবং প্রায় দুই হাজার আবেদনকারী এতে অন্তর্ভুক্ত থাকবেন।

Related Articles

Back to top button