বান্দরবান সদরপ্রধান খবর

বান্দরবানে মধু পূর্ণিমা উদযাপন

নিজস্ব প্রতিনিধি  : বান্দরবানে বৌদ্ধ সম্প্রদায়ের ভক্তিপূর্ণ অংশগ্রহণে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র মধু পূর্ণিমা।

শনিবার সকালে বিভিন্ন বিহারে পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে ভগবান বুদ্ধের উদ্দেশ্যে পূণ্যার্থীরা মধু, মধু মিশ্রিত পায়েশ, বিভিন্ন ফলমূল ও ছোয়েন (আহার) দান করেন।

এসময় রাজবিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ কেতু মহাথের উপস্থিত থেকে পঞ্চশীল পাঠ করান এবং মধু পূর্ণিমার তাৎপর্য তুলে ধরেন।

বিকালে ভক্তরা বিহারে সমবেত হয়ে গুরুভান্তের ধর্মদেশনা শ্রবণ করবেন, পাশাপাশি মোমবাতি প্রজ্বালন ও হাজার প্রদীপ জ্বালিয়ে নিজের পরিবার, পিতামাতা, গুরুজন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনায় অংশ নেবেন।

বৌদ্ধ ধর্মালম্বীদের বিশ্বাস, গৌতম বুদ্ধ পারিলেয়া বনে বর্ষাবাস পালনের সময় প্রতিদিন এক হাতি নানা ফলমূল ও ফুল দিয়ে তাঁকে সেবা করত। এটি দেখে বনের এক বানরের মনে বুদ্ধের প্রতি ভক্তি জাগে এবং মৌচাক থেকে মধু এনে বুদ্ধকে দান করে। সেই স্মৃতিকে ধারণ করে ভাদ্র মাসের এই পূর্ণিমা তিথি মধু পূর্ণিমা নামে পালন করে আসছেন বৌদ্ধ ভক্তরা।

Related Articles

Back to top button