নারীদের প্রতি সহিংসতার বিচারে আদালত সর্বোচ্চ পাশে থাকবে
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আজও নারীরা সামাজিক, অর্থনৈতিক ও শারীরিক সহিংসতার শিকার হচ্ছেন। উন্নয়ন ও পরিবর্তনের ধারায় অগ্রগতি এলেও নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও শোষণ কমছে না। এ প্রেক্ষাপটে নারীদের প্রতি সহিংসতার বিচার নিশ্চিত করতে আদালত সর্বোচ্চ সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ হোসনে আরা বেগম।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে বান্দরবানের বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) কার্যালয়ে আয়োজিত আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কর্মক্ষেত্র, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপরিসরে নারীরা প্রায়ই বৈষম্য ও নির্যাতনের শিকার হন। যৌন হয়রানি, বাল্যবিবাহ ও পারিবারিক নির্যাতন এখনও গভীরভাবে প্রোতিথ। এসব সমস্যা শহর ও গ্রাম উভয় অঞ্চলে বিদ্যমান। তাই নারীর সুরক্ষা নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সভায় নারী বক্তারা বলেন, নারীদের আত্মরক্ষার কৌশল জানা জরুরি হয়ে। গেল এক মাসে লামায় তিনজন নারী ধর্ষণের শিকার হয়েছেন, যা উদ্বেগজনক। এ ধারা অব্যাহত থাকলে নারীরা আরও বিপদের মুখে পড়বেন বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
বিএনকেএস সভানেত্রী নেমকিম বমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক দোলন কান্তি দাশ, ইউপি চেয়ারম্যান ক্য সিং শৈ মারমা, উপ-নির্বাহী পরিচালক উবানু মারমা, ট্রেনিং অফিসার কাজল কান্তি দাশ ও পারমিতা চাকমা উপস্থিত ছিলেন।