মানিকছড়িশিক্ষা

ডুয়েটে ভর্তির সুযোগ পাওয়া বিশাল চাকমাকে মহালছড়ি ইউএনও’র আর্থিক সহায়তা

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়নের মনাটেক গ্রামের নিম্নবিত্ত কৃষক পরিবারের ছেলে বিশাল চাকমা ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ভর্তির সুযোগ পেয়েছেন। তবে বাবার অসুস্থতার কারণে অর্থাভাবে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছিল।

এ পরিস্থিতিতে পাশে দাঁড়ান মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে নিজ কার্যালয়ে তিনি বিশালকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করেন। একইসঙ্গে শিক্ষা বিষয়ে নানা দিকনির্দেশনা দেন এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন।

আর্থিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত বিশাল চাকমা বলেন, “সংকটকালে পাশে থাকার জন্য ইউএনও স্যারকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাঁর উপদেশ আমাকে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে একজন সুনাগরিক হিসেবে দেশের জন্য কাজ করতে চাই।”

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা, আইসিটি কর্মকর্তা সলিল চাকমা, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা প্রমিত কুমার তালুকদার ও মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমা।

Related Articles

Back to top button