পাহাড়ের রাজনীতিখাগড়াছড়িখাগড়াছড়ি সদর

খাগড়াছড়িতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পৃথক দুই গ্রুপের কর্মসূচি

খাগড়াছড়ি প্রতিনিধি: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে পৃথকভাবে দুই গ্রুপ কর্মসূচি পালন করেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি শহরের চেঙ্গী স্কোয়ার থেকে শুরু হয়ে মহাজনপাড়া হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাস্কর্যে পুষ্পার্ঘ অর্পণ করে। পরে শহরের মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, রিংকু চাকমা প্রমুখ।

অন্যদিকে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ানের নেতৃত্বাধীন আরেকটি অংশ মহাজনপাড়া সূর্যশিখা ক্লাব প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করে। সেখানে বক্তব্য দেন সমীরণ দেওয়ান, সাবেক ছাত্রনেতা গফুর তালুকদার, সাবেক যুবদল নেতা চৌধুরী বেলালসহ অনেকে।

Related Articles

Back to top button