বান্দরবান সদরপাহাড়ের রাজনীতিপ্রধান খবর

বান্দরবানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হাতাহাতি, আহত দুই

বান্দরবানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দুজন আহত হয়েছেন। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের মুক্তমঞ্চ এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি শেষে নেতাকর্মীরা মুক্তমঞ্চে জড়ো হলে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে কিল-ঘুষি ও ধাক্কাধাক্কিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সমাবেশ মঞ্চেও ধাক্কাধাক্কি দেখা দিলে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা সাময়িকভাবে মঞ্চ ত্যাগ করেন। পরে তিনি ফিরে এসে নেতাকর্মীদের শান্ত করেন। সিনিয়র নেতাদের হস্তক্ষেপে কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য চনুমং মারমা অভিযোগ করে বলেন, “মূলত যুবদলের কর্মীরাই হাতাহাতির সূত্রপাত করেছে।” তবে জেলা যুবদল সভাপতি জহির উদ্দিন মাসুম জানান, “বিভিন্ন সংগঠনের মধ্যে হাতাহাতি হলেও যুবদল মঞ্চ থেকে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেছে।”

বান্দরবান সদর থানার উপপরিদর্শক আলাউদ্দিন বলেন, “ভুল বোঝাবুঝি থেকে বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছিল। সিনিয়র নেতারা দ্রুত পরিস্থিতি সামলে নিয়েছেন। বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।”

Related Articles

Back to top button