পানছড়ি
পানছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
পাহাড়ের শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নের লক্ষ্য সেনাবাহিনীর উদ্যোগ। খাগড়াছড়ি সদর জোন ও ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সকালে এ ক্যাম্প বসে ছোট তারাবনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।
এতে আশপাশের এলাকার তিন শতাধিক মানুষ চিকিৎসা নেন। তাদের মাঝে বিনামূল্যে ঔষধও বিতরণ করা হয়।
ক্যাম্পে উপস্থিত ছিলেন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স অধিনায়ক লে. কর্নেল মো. রাকিবুল ইসলাম। এছাড়াও ছিলেন সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম। সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও অংশ নেন।