রাজস্থলী

রাজস্থলীতে প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির রাজস্থলী উপজেলায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা কৃষি অফিসার মো. শাহরিয়াজ বিশ্বাস।

উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় এ কর্মসূচি হাতে নেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) এরশাদ বীন শহীদ।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নোমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু, সাংবাদিক আজগর আলী খান, হাবীবুল্লাহ মিজবা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মৎস্যজীবী ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষি অফিসার মো. শাহরিয়াজ বিশ্বাস বলেন, “রাজস্থলীতে অসংখ্য পুকুর ও জলাশয় রয়েছে। নিয়ম মেনে মাছ চাষ করলে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি মৎস্যচাষীরা আর্থিকভাবে স্বচ্ছল হতে পারবেন। সরকার এ খাতকে এগিয়ে নিতে নানা উদ্যোগ গ্রহণ করছে।”

উপজেলা মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) এরশাদ বীন শহীদ জানান, চলতি অর্থবছরে রাজস্থলী উপজেলা পরিষদের পুকুরসহ মোট ৩৬টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ১৭৮ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

Related Articles

Back to top button