পাহাড়ের রাজনীতি

রুমায় জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের পরিচিতি সভা অনুষ্ঠিত

বান্দরবানের রুমা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট রুমা উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় রুমা বাজারের মায়া কুঞ্জন হলে এ সভা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট বান্দরবান জেলা কমিটির আহ্বায়ক নুথোয়াইচিং মারমা। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক সাচিং মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ তঞ্চঙ্গ্যা, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট জেলা কমিটি। সভার সভাপতিত্ব করেন বাথোয়াইচিং মারমা, আহ্বায়ক, রুমা উপজেলা কমিটি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছোসিংঅং মারমা, সদস্য সচিব, উপজেলা কমিটি।

বক্তারা বলেন, বৌদ্ধ সম্প্রদায়ের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও জোরদার করতে জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টকে শক্তিশালী করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার মাধ্যমে জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

Related Articles

Back to top button