আলিকদমপ্রধান খবর

আলীকদমে বিজিবির মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন দুই শতাধিক মানুষ

আলীকদম প্রতিনিধি : বান্দরবানের আলীকদমে সীমান্তবর্তী দুর্গম এলাকার চিকিৎসাবঞ্চিত মানুষের জন্য মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২৪ আগস্ট) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর উদ্যোগে ব্যাটালিয়ন সদর ১নং জিপি গেইট সংলগ্ন এলাকায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্প পরিচালনা করেন ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মোহাম্মদ খোরশেদুল আলম মাসুম।

ক্যাম্পে প্রায় ২২০ জন পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি নারী-পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পান। এসময় একজন গুরুতর অসুস্থ রোগী ও একটি অসহায় পরিবারের মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বিজিবি সবসময় কাজ করছে। এ ধরনের মানবিক উদ্যোগ পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সম্প্রীতি আরও সুদৃঢ় করবে।

তিনি আরও জানান, বিজিবির আওতাধীন সীমান্ত এলাকাতেও পর্যায়ক্রমে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।

ক্যাম্পে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button