খাগড়াছড়ি সদর

খাগড়াছড়িতে ফলজ ও বনজ চারা বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় ফলজ ও বনজ চারা বিতরণ কর্মসূচি শুরু হয়েছে খাগড়াছড়িতে। বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট প্রজেক্টের উদ্যোগে এবং কানাডা সরকারের সহায়তায় জেলার ৯টি উপজেলায় প্রায় ১৬ হাজার ৮৪৮টি চারা বিতরণ করা হবে।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে সদর উপজেলার কমলছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান সুনীল চাকমা।

বক্তারা জানান, এই কর্মসূচির মাধ্যমে নারীদের পাশাপাশি যুবক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সবুজায়নকে ত্বরান্বিত করা হবে। বসতভিটা, ঝিরি, ঝর্ণা ও চরায় এসব চারা রোপণ করা হলে পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়ক হবে।

প্রকল্পের আওতায় বিভিন্ন উপজেলায় বিতরণকৃত চারা সংখ্যা হলো— খাগড়াছড়ি সদর: ৩,০৭৯টি, দীঘিনালা: ৩,৬০২টি, গুইমারা: ১,৭৪৩টি, মাটিরাঙ্গা: ১,৭৪৩টি, মহালছড়ি: ৩,৬৬০টি, পানছড়ি: ৩,০২১টি

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা পরিচিতা খীসা, জেলা কর্মকর্তা সুকেতন চাকমা, ইউনিয়ন পরিষদের সদস্যসহ স্থানীয়রা।

আয়োজকরা জানান, নারীদের ও শিক্ষার্থীদের সক্রিয় সম্পৃক্ততার মাধ্যমেই এ উদ্যোগকে টেকসই করা সম্ভব হবে। তাদের আশা, এই কর্মসূচি পার্বত্য চট্টগ্রামের সবুজায়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related Articles

Back to top button