খাগড়াছড়ি সদরশিক্ষা
খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটকের উদ্বোধন
খাগড়াছড়ি প্রতিনিধি : শতবর্ষের ঐতিহ্যবাহী খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফটকটির উদ্বোধন করেন সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ প্রধান ফটক বিদ্যালয়ের সৌন্দর্য ও নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
বিদ্যালয়ের ইতিহাসে নতুন সংযোজন হিসেবে এ ফটক শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক আনন্দের সঞ্চার করেছে।