দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন শতাধিক মানুষ
খাগড়াছড়ি প্রতিনিধি :খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর জন্য সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলার কবাখালী ইউনিয়নের হাজাছড়া জোড়া ব্রিজ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প বসে।
ক্যাম্পে নারী, শিশু ও প্রবীণসহ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহণ করেন।
ক্যাম্পটির আয়োজন করে দীঘিনালা সেনা জোনের ০৪ ইবি ‘বেবী টাইগার্স’। চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন সেনানিবাসের আরএমও ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি। জোন অধিনায়ক লে. কর্নেল ওমর ফারুক পিএসসি’র নির্দেশনায় এ কার্যক্রম সম্পন্ন হয়।
চিকিৎসা কার্যক্রম চলাকালে ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি বলেন, “পাহাড়ি অঞ্চলের অনেক মানুষ ন্যূনতম স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত হন। তাঁদের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে সেনাবাহিনী সবসময় কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
ক্যাম্পে চিকিৎসা নিতে আসা হাজাছড়া জোড়া ব্রিজ এলাকার প্রবীণ বাসিন্দা বুদ্ধ কুমার চাকমা (৭৫) বলেন, “আমি দীর্ঘদিন ধরে জ্বর ও হাঁপানিতে ভুগছি। এত সহজে চিকিৎসা পাওয়া আমাদের জন্য বড় স্বস্তি। সেনাবাহিনী শুধু চিকিৎসাই দিচ্ছে না, মানবিক দায়িত্বও পালন করছে।”
এ সময় কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, স্থানীয় হেডম্যান, কারবারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।