উচ্চপ্রু মারমা, রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী চিকিৎসা সেবা পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে রাঙামাটি রিজিওনের কাপ্তাই জোনের উদ্যোগে রাজস্থলী উপজেলার মিতিঙ্গাছড়ি পাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলে। কাপ্তাই জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ও তাঁর সহকর্মীরা পরিচালিত এ চিকিৎসা ক্যাম্পে ৯৫ জন রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহণ করেন।
চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে ছিলেন ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা সহ বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ। মিতিঙ্গাছড়ি ছাড়াও বলিপাড়া, আগার পাড়া, কাপ্তাই পাড়া, উলাছড়ি, প্রীতিছড়া পাড়া ও নতুন পাড়াসহ বিভিন্ন দূর্গম এলাকা থেকে অনেকে স্বতঃস্ফূর্তভাবে আসেন।
স্থানীয় হেডম্যান, ওয়ার্ড সদস্য ও পাড়ার করবারিদের সহযোগিতায় কর্মসূচিটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
স্থানীয়রা জানান, রাজস্থলীর প্রত্যন্ত এই এলাকায় কোনো স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক এমনকি ওষুধের ফার্মেসিও নেই। ফলে ন্যূনতম চিকিৎসার জন্যও তাদের উপজেলা সদরে যেতে হয়। এ বাস্তবতায় সেনাবাহিনীর এই চিকিৎসা উদ্যোগকে তাঁরা অত্যন্ত প্রশংসনীয় বলে অভিহিত করেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীর মৌলিক চিকিৎসা সেবার ঘাটতি পূরণে সহায়ক হবে এবং সেনা-বেসামরিক জনগণের আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করবে।