খাগড়াছড়িপ্রধান খবররামগড়

খাগড়াছড়ির রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা

খাগড়াছড়ির রামগড় উপজেলায় নৃশংসভাবে গলা কেটে মা ও মেয়েকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ আগস্ট) গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন— আমেনা বেগম (৪৫) ও তাঁর মেয়ে রায়হানা আক্তার (১৮)। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ধারণা করা হচ্ছে, বুধবার রাতে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। ঘটনার সময় বাড়িতে শুধুমাত্র মা ও মেয়ে ছিলেন। আজ সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। হত্যার কারণ ও প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।”

পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

Related Articles

Back to top button