বান্দরবান সদরপ্রধান খবর

বান্দরবানে ৮ মাসে ৩৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে: বিএনকেএস

চলতি বছরে জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত বান্দরবান জেলায় ৩৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় এনজিও বিএনকেএসের উপ-পরিচালক উবানু মার্মা।

বুধবার (২০ আগস্ট) সকালে বান্দরবান প্রেসক্লাবে ‘নারীর প্রতি সহিংসতারোধে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সুশীল সমাজের নাগরিকদের ভূমিকা শীর্ষক সংলাপ’ অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরেন উবানু মার্মা।

সংলাপে ২০২৪ সালের সারাদেশের নারী নির্যাতনের চিত্র তুলে ধরা হয়।

পাশাপাশি চলতি বছরের জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত বান্দরবানে ৩৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানানো হয়। জেলা লিগ্যাল এইড, পুলিশ ও গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বিএনকেএসের উপপরিচালক উবানু মার্মা এই তথ্য তুলে ধরেন।

বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতারোধ আর ধর্ষণের ঘটনা এড়াতে কারবারী এবং হেডম্যানদের সচেতন করতে হবে। আর ধর্ষণের ঘটনায় যারা সামাজিকভাবে মীমাংসা করে তাদেরকেও প্রচলিত আইনের আওতায় আনতে হবে। সহিংসতারোধে নিজেকে সচেতন হতে হবে অন্যকেও সচেতন করতে হবে।

সংলাপে বান্দরবান দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট মানবাধিকার কর্মী অং চ মং মারমা, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, নারী হেডম্যান সানুচিং মারমা, সমাজকর্মী নেমকিম বম, সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যােতি চাকমা সহ সাংবাদিক, প্রথাগত প্রতিনিধি, শিক্ষক, এনজিও কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

২০২১ সাল থেকে উন্নয়ন সহযোগী ডিয়াকোনিয়া বাংলাদেশের অর্থায়নে বিএনকেএসের বাস্তবায়নে বান্দরবান সদর ও থানচি উপজেলার ‘ইনসুরিং রিপ্রোডাকটিভ হেলথ রাইটস অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি ফর এন্থনিক হিলি ওমেন ইন বান্দরবান’ প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে।

Related Articles

Back to top button