ভক্তি আর আনন্দে বান্দরবানে পালিত হচ্ছে জন্মাষ্টমী
বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য জেলা বান্দরবানে পালিত হচ্ছে সনাতনী সম্প্রদায়ের জন্মাষ্টমী উৎসব।
শনিবার (১৬ আগস্ট) সকালে শহরের রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় রাজার মাঠে গিয়ে সমবেত হয়।
শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম. হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি রিটল কান্তি বিশ্বাস, বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সনাতনী নেতৃবৃন্দ।
শোভাযাত্রায় নারী-পুরুষ ও শিশু-কিশোররা শ্রীকৃষ্ণের নানা রূপ ধারণ করে বিভিন্ন সাজে অংশ নেন।
জন্মাষ্টমী উপলক্ষে দিনব্যাপী রাজারমাঠে চলে মহানামযজ্ঞ ও প্রসাদ বিতরণ। আগামীকাল রোববার ভোরে পূর্ণাহুতি, নগর পরিক্রমা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের জন্মাষ্টমী উৎসব।