থানচিপ্রধান খবর

দুই মাস ধরে থানচিতে নেটওয়ার্ক বিপর্যয়, ভোগান্তিতে হাজারো মানুষ

থানচি (বান্দরবান) প্রতিনিধি : পার্বত্য জেলা বান্দরবানের থানচি উপজেলায় দুই মাস ধরে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বিপর্যয়ে ভুগছেন কয়েক হাজার মানুষ। এতে সরকারি-বেসরকারি অফিসের কাজ ধীরগতিতে চলছে, প্রবাসী পরিবারের সঙ্গে যোগাযোগ ব্যাহত হচ্ছে এবং অনেক অনলাইনভিত্তিক সেবা বন্ধ হয়ে গেছে।

স্থানীয়রা জানান, আগে রবি ও এয়ারটেলের নেটওয়ার্ক তুলনামূলক ভালো থাকলেও গত দুই মাস ধরে তা অচল হয়ে আছে। সরকারি টেলিটকও সীমিত—বিদ্যুৎ চলে গেলে টাওয়ার বন্ধ হয়ে যায়। বেশিরভাগ টাওয়ারে নেই জেনারেটর বা সোলারের ব্যবস্থা, এমনকি নিয়মিত তদারকিও নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক টাওয়ার-সংশ্লিষ্ট ব্যক্তি জানান, চাঁদার দাবিতে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা, নিরাপত্তা ঝুঁকি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে বিল সংক্রান্ত জটিলতায় টাওয়ার তদারকি বন্ধ রয়েছে।

এতে মোবাইল ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান সাবেক ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা। বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা বলেন, “নেটওয়ার্ক বন্ধ থাকায় জরুরি যোগাযোগ ও অফিসিয়াল কাজ বাধাগ্রস্ত হচ্ছে।”

টেলিটক প্রতিনিধি জামাল উদ্দিন জানান, যান্ত্রিক ত্রুটি মেরামতের জন্য অনুরোধ জানানো হলেও দুই মাস ধরে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রবি ও এয়ারটেলের জেলা প্রতিনিধি কবির খান বলেন, বর্ষার বাতাসে একটি টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে, মেকানিক অসুস্থ থাকায় মেরামতে দেরি হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল জানান, বিষয়টি তারা অবগত আছেন এবং দ্রুত সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button