রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির রাজস্থলী আর্মি ক্যাম্পে শান্তি ও উন্নয়ন বিষয়ক হেডম্যান-কারবারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে ক্যাম্প কমান্ডার মেজর মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় গাইন্দ্যা ও ঘিলাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান, ৮ জন হেডম্যান, ১৬ জন ইউপি সদস্য এবং ৭৬ জন কারবারি উপস্থিত ছিলেন।
সভায় ভ্রাতৃত্ববোধ বজায় রাখা, সন্ত্রাস ও মাদক নির্মূল, তরুণদের কারিগরি শিক্ষা, শিশুস্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং নিরাপদ পানির ব্যবস্থা নিয়ে আলোচনা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও কম্পিউটার প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়।
ক্যাম্প কমান্ডার মেজর জিয়াউর রহমান রাজস্থলীকে শান্তি ও উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এটি ছিল চলতি বছরের জুনে ৩৮ বীর কর্তৃক দায়িত্ব গ্রহণের পর ক্যাম্প আয়োজিত প্রথম সম্মেলন। সেনাবাহিনী ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিত করার প্রতিশ্রুতি দিয়েছে।