রাঙামাটি সদর

রাঙামাটিকে পর্যটনবান্ধব আধুনিক নগরীতে রূপান্তরের উদ্যোগ

রাঙামাটি শহরকে পর্যটনবান্ধব আধুনিক নগরীতে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে পৌরসভা মিলনায়তনে ‘পৌরবাসীর ভাবনা, প্রাপ্তি ও প্রত্যাশা’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

তিনি গরুর অবাধ বিচরণ নিয়ন্ত্রণ, ফিসারি বাঁধের সৌন্দর্য রক্ষা, ট্রাফিক ও ফুটপাত দখল সমস্যা সমাধান, ডাম্পিং স্টেশন স্থাপন এবং ময়লা ভাগাড় অপসারণসহ নানা ইস্যুতে কার্যকর পদক্ষেপের আশ্বাস দেন।

এছাড়া, নতুন শৌচাগার নির্মাণের আগে পূর্বে নির্মিত ৭০টি শৌচাগার উদ্ধার ও রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।

কর্মশালায় পৌর প্রশাসক মো. মোবারক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসাইন ও পৌর সচিব ইয়াছিনুল ইসলাম। সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিকসহ বিশিষ্টজনরা অনুষ্ঠানে অংশ নেন।

Related Articles

Back to top button