রাঙামাটিকে পর্যটনবান্ধব আধুনিক নগরীতে রূপান্তরের উদ্যোগ
রাঙামাটি শহরকে পর্যটনবান্ধব আধুনিক নগরীতে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে পৌরসভা মিলনায়তনে ‘পৌরবাসীর ভাবনা, প্রাপ্তি ও প্রত্যাশা’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
তিনি গরুর অবাধ বিচরণ নিয়ন্ত্রণ, ফিসারি বাঁধের সৌন্দর্য রক্ষা, ট্রাফিক ও ফুটপাত দখল সমস্যা সমাধান, ডাম্পিং স্টেশন স্থাপন এবং ময়লা ভাগাড় অপসারণসহ নানা ইস্যুতে কার্যকর পদক্ষেপের আশ্বাস দেন।
এছাড়া, নতুন শৌচাগার নির্মাণের আগে পূর্বে নির্মিত ৭০টি শৌচাগার উদ্ধার ও রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।
কর্মশালায় পৌর প্রশাসক মো. মোবারক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসাইন ও পৌর সচিব ইয়াছিনুল ইসলাম। সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিকসহ বিশিষ্টজনরা অনুষ্ঠানে অংশ নেন।