খাগড়াছড়ি
খাগড়াছড়িতে নিখোঁজের ৩ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মনাটেক গ্রামে নিখোঁজের তিন দিন পর বিন্দু চাকমা (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। তিনি ওই গ্রামের গোপাল চাকমার ছেলে।
বুধবার (১৩ আগস্ট) সকালে মনাটেক গ্রামের বিলের কাপ্তাই হ্রদের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গত সোমবার রাতে এক আত্মীয়ের বাড়ি থেকে নৌকায় ফেরার পথে বিন্দু চাকমা নিখোঁজ হন। ধারণা করা হচ্ছে, ফেরার পথে কাপ্তাই হ্রদের পানিতে পড়ে তিনি ডুবে যান। এরপর থেকেই এলাকাবাসী তাকে খুঁজছিল।
মহালছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বলেন, “মনাটেক গ্রামের একজন পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন, সেটি জানি। তবে তাকে পাওয়া গেছে কিনা সে বিষয়ে এখনো তথ্য পাইনি।”