অন্তর্ভুক্তিমূলক বাস্তবতা এখনো দেখা যায় না: সন্তু লারমা
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, বাংলাদেশের সংস্কারের নামে অসংখ্য কমিশন হয়েছে, কিন্তু বহু জাতি ও সংস্কৃতির আবেদন-নিবেদন প্রাধান্য পাচ্ছে না। অন্তর্ভুক্তিমূলক বাস্তবতার কথা বলা হলেও তা কেবল কাগজে বা কথায় সীমাবদ্ধ, বাস্তবে দেখা যায় না।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে আঞ্চলিক পরিষদের উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশে বাংলা জাতিসহ ৫২টি জাতি বাস করে। এটি বহু ভাষাভাষী ও বহু সংস্কৃতির দেশ, তাই সকল জাতি-গোষ্ঠীকে নিয়ে একসাথে এগিয়ে যেতে হবে। যুব সমাজকে প্রগতিশীল, গণতান্ত্রিক ও মানবতাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে প্রকৃত অধিকারের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।
‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুবর্না চাকমা। বক্তব্য রাখেন পরিষদের সদস্য এডভোকেট চঞ্চু চাকমা, লেখক শিশির কান্তি চাকমা, সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক জীতেন চাকমা, মনোঘরের নির্বাহী পরিচালক অশোক চাকমা, সুজন জেলা সম্পাদক এম জিসাম বখতিয়ারসহ অন্যান্যরা।
বক্তারা প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিক তুলে ধরে পার্বত্য অঞ্চলে দুর্বল নেটওয়ার্ক সমস্যার সমাধান এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।