কাপ্তাই

কাপ্তাইয়ে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থান বিজয়ের ১ম বর্ষপূর্তি উদযাপন

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি : রাঙ্গামাটির কাপ্তাইয়ে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র–জনতার বিজয়ের ১ম বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) বিকাল ৪টায় কাপ্তাই জেটিঘাট থেকে শুরু হয়ে নতুন বাজারে শেষ হয় র‍্যালি।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ ফয়েজ উদ্দিন এবং সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাহিয়ান ডালিম।

প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকার হত্যা, জুলুম, বাকস্বাধীনতা হরণ এবং নির্বাচনী কারচুপির মাধ্যমে ক্ষমতায় থেকে দেশের সম্পদ লুট করেছে।

প্রধান বক্তা জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়নের দাবি জানান।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সহসভাপতি আনিছুর রহমান, মো. আলমগীর কবির, সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম কবির, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল কাপ্তাই উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম (নুরু ড্রাইভার) প্রমুখ।

অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button