স্থলমাইনে পা হারাল সীমান্তে প্রবেশ করা বন্যহাতি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে একটি বন্যহাতি গুরুতর আহত হয়েছে। বিস্ফোরণে হাতিটির ডান পায়ের গোড়ালি উড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা সীমান্তের ৪৩ ও ৪৪ নম্বর পিলার এলাকায় খাবারের সন্ধানে আসা হাতিটি মাটিতে পোঁতা স্থলমাইনে পা দিলে বিস্ফোরণ ঘটে। আহত হাতিটি পরে বাংলাদেশ অভ্যন্তরে চলে আসে। স্থানীয়রা চিকিৎসার চেষ্টা করলে আতঙ্কিত হয়ে হাতিটি পুনরায় মিয়ানমার সীমান্তে ফিরে যায়। কিছুক্ষণ পর আবার বাংলাদেশে ফিরে এলে চাকঢালার চেরার মাঠের ঐট্টাইল্যাঝিরিতে রাখা হয়।
স্থানীয় বাসিন্দা আবদুস সালাম বলেন, “মাইন বিস্ফোরণে হাতিটির গোড়ালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছি। হাতিটি বাংলাদেশের না মিয়ানমারের, তা নিশ্চিত নই।”
নাইক্ষ্যংছড়ি বন রেঞ্জ কর্মকর্তা মো. মোজাম্মেল হক সরকার জানান, “আহত হাতিটির ডান পায়ের গোড়ালিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”