রোয়াংছড়ি

বান্দরবানে ঝিরি থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

রোয়াংছড়ি থানা। ছবি-সংগৃহীত

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের পাগলাছড়া এলাকার নাতাং ঝিরি থেকে শান্তি লাল তঞ্চগ্যা (৪৩) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। শান্তি লাল তঞ্চগ্যা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাগলাছড়া অংকদ পাড়ার রংকুম্যা তঞ্চগ্যার ছেলে।

পুলিশ জানায়, সকালে স্থানীয়রা ঝিরিতে এক ব্যক্তির অর্ধগলিত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, পাঁচ থেকে ছয় দিন আগে তার মৃত্যু হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, শান্তি লাল চট্টগ্রামের সাতকানিয়ায় দিনমজুর হিসেবে কাজ করতেন। প্রতি ৬–৭ দিন পরপর তিনি বাড়ি ফিরতেন। চার–পাঁচ দিন আগে তিনি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন।

রোয়াংছড়ি থানার ওসি এম জাকের আহমেদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।”

Back to top button