কাপ্তাইপ্রধান খবর

৯৬ ঘণ্টা পর চন্দ্রঘোনা–রাইখালী নৌ রুটে ফেরি চলাচল শুরু

আবারও কর্মচাঞ্চল্যে মুখর ফেরিঘাট

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি : দীর্ঘ ৯৬ ঘণ্টা পর চন্দ্রঘোনা–রাইখালী নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকাল ৭টা থেকে স্বাভাবিকভাবে ফেরি চলাচল শুরু হয়।

রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা জানান, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি গেট খুলে দেওয়ার ফলে কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারণে গত ৭ আগস্ট সকাল ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। স্রোত কমে আসায় আজ সকাল থেকে ফেরি আবার চালু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চন্দ্রঘোনা ফেরিঘাটে গিয়ে দেখা যায়, নদীর দুই পাড়ে হালকা ও মাঝারি যানবাহন ফেরিতে উঠছে এবং অনেক যানবাহন অপেক্ষমাণ অবস্থায় রয়েছে। ফেরি চালু হওয়ায় রাইখালী ও চন্দ্রঘোনা ফেরিঘাটে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

বাসচালক জামাল হোসেন, ট্রাকচালক জনি সূত্রধর, সিএনজি চালক করিম ও জনি মারমা, জিপ চালক মো. আলম বলেন, “গত চার দিন ফেরি চলাচল বন্ধ থাকায় আমরা চরম ভোগান্তিতে পড়েছিলাম। এখন ফেরি চালু হওয়ায় স্বস্তি ফিরেছে।”

এদিন ফেরিঘাটে বান্দরবানগামী সরকারি কর্মকর্তা ও মোটরসাইকেল আরোহী বিদ্যুৎ শংকর ত্রিপুরা, রাইখালী কালামাইস্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রিয়ময় তঞ্চঙ্গ্যা ও বিশু দাশ, কাপ্তাই রাইখালীর বাসিন্দা রবিন ভট্টাচার্য, বগারচর হাক্কানী হেফজখানার শিক্ষকসহ যাত্রীরা ফেরি চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

Related Articles

Back to top button