৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪০ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার রাষ্ট্রীয় পদক প্রত্যাহার করেছে। রবিবার (১০ আগস্ট) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি গত ৭ আগস্ট জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদক বাতিল হওয়া কর্মকর্তারা বর্তমানে পুলিশের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। কেউ কেউ ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সংযুক্ত আছেন। এছাড়া রেঞ্জ ডিআইজি কার্যালয়, বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র, নৌ পুলিশ ও এপিবিএনসহ বিভিন্ন ইউনিটেও অনেকে কর্মরত আছেন।
বাতিল হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং পুলিশ পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা। এদের অনেকে বিপিএম, পিপিএম, সেবা বা বার পদকপ্রাপ্ত ছিলেন।