চাকরি

১৭ হাজারের অধিক প্রফেশনাল নিয়োগ দেবে এমিরেটস গ্রুপ

চাকরি। ছবি: প্রতিকী

এমিরেটস গ্রুপ বিশ্বব্যাপী একটি ট্যালেন্ট হান্ট ও নিয়োগ কর্মসূচি শুরু করেছে। গ্রুপটির অভূতপূর্ব উন্নয়নকে ধরে রাখতে প্রয়োজনীয় মানবসম্পদ সংগ্রহ করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। এর আওতায় ৩৫০টিরও বেশি পদে ১৭ হাজার ৩০০ জন প্রতিভাবান পেশাজীবীকে নিয়োগ দেওয়া হবে।

নিয়োগ কার্যক্রমে কেবিন ক্রু, পাইলট, প্রকৌশলী, বাণিজ্যিক ও বিক্রয় বিভাগ, গ্রাহক সেবা, গ্রাউন্ড হ্যান্ডলিং, ক্যাটারিং, তথ্যপ্রযুক্তি, মানবসম্পদ এবং অর্থব্যবস্থাপনা সহ বিভিন্ন পদ অন্তর্ভুক্ত থাকবে। এ উদ্দেশ্যে, এমিরেটস গ্রুপ বিশ্বজুড়ে ১৫০টির বেশি শহরে ২ হাজার ১০০টিরও বেশি ‘ওপেন-ডে’ আয়োজন করবে।

২০২২ সাল থেকে এখন পর্যন্ত ৪১ হাজারের বেশি পেশাজীবী এমিরেটস গ্রুপে কর্মসংস্থান লাভ করেছেন, যাদের মধ্যে প্রায় ২৭ হাজার জন বিভিন্ন অপারেশনাল কার্যক্রমে নিয়োজিত। বর্তমানে এই গ্রুপে ১ লাখ ২১হাজারের বেশি কর্মী কাজ করছে।

দুবাই ভিত্তিক কর্মচারীরা এমিরেটস গ্রুপ থেকে নানা আকর্ষণীয় সুযোগ-সুবিধা ভোগ করেন, যেমন: মুনাফা ভাগাভাগি, সর্বাত্মক স্বাস্থ্যসেবা ও জীবনবীমা সুবিধা, বছরে একবারের ছুটিতে ফ্লাইট টিকিট, নিজ ও পরিবারের সদস্য ও বন্ধুদের জন্য বিশেষ ছাড়, মালামাল পরিবহনের জন্য মূল্যছাড়, এবং মেম্বারশিপ কার্ডের মাধ্যমে বিভিন্ন খুচরা, আতিথেয়তা ও জীবনযাত্রার খাতে বিশেষ ছাড় ইত্যাদি।

আগ্রহী প্রার্থীরা এই নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণের জন্য www.emiratesgroupcareers.com এ গিয়ে আবেদন করতে পারেন।

Related Articles

Back to top button