বান্দরবানে কমিউনিটি ক্লিনিকের সেবারমান নিয়ে গণশুনানি
বান্দরবানে কমিউনিটি ক্লিনিকের সেবারমান উন্নয়নে স্থানীয় জনগণের অংশগ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) জেলা সদরের কুহালং ইউনিয়ন পরিষদ হলরুমে গণশুনানি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বান্দরবান সদরের কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জেলার প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিকগুলো দিনদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর সুফল ভোগ করছে প্রান্তিক পর্যায়ের অবহেলিত নারী, শিশু ও কিশোরীরা। ভবিষ্যতে প্রতিটি গ্রাম বা মহল্লায় স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানটি আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস), ডিকোনিয়ার সহযোগিতায়।
কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে আয়োজিত এ গণশুনানিতে শতাধিক নারী অংশগ্রহণ করেন এবং তাদের মতামত তুলে ধরেন।
“সর্দি-কাশি, ডায়রিয়া থেকে শুরু করে নানা অসুখে আমরা ক্লিনিকে যাই, কিন্তু অনেক সময় প্রয়োজনীয় ওষুধ মেলে না,”— বলেন এক নারী অংশগ্রহণকারী।
“রোগীদের ব্যবহারের জন্য পর্যাপ্ত সৌচাগার নেই। অনেক সময় ক্লিনিক বন্ধও থাকে।” গণশুনানীতে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
চাহিদা অনুযায়ী ওষুধ ও উপকরণ সংরক্ষণের দাবি জানান অনুষ্ঠানে আসা বক্তারা।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিদর্শক দোলন কান্তি দাশ, বলিপাড়া নারী কল্যাণ সমিতির উপ-নির্বাহী পরিচালক উবানু মারমা প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়নের সকল ওয়ার্ডের সদস্য উপস্থিত ছিলেন