বাঘাইছড়িপ্রধান খবর

ফিরেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালা ও রাঙামাটির সাজেক সড়কের দুটি অংশ পানিতে তলিয়ে যাওয়ায় সাজেকগামী ও সেখানকার পর্যটকরা কয়েকঘণ্টা আটকে পড়েন।

বুধবার (৬ আগস্ট) সকাল থেকে পানি নামতে থাকায় যান চলাচল স্বাভাবিক হয় এবং পর্যটকরা নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরেছেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আকতার জানিয়েছেন, “মাচালং ও বাঘাইহাট এলাকায় পানি উঠেছিল, তবে সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক। সকাল ১০টা ৩০ মিনিট থেকে যানবাহন চলাচল পুনরায় শুরু হয়েছে।”

সাজেক কটেজ রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুবর্ণ দেব বর্মণ জানিয়েছেন, “সাজেকে কোনো পর্যটক এখন আটকে নেই। স্কট অনুযায়ী গাড়িগুলো ঠিক সময়ে ছেড়ে গেছে, এখন সব কিছুই স্বাভাবিক।”

কাচালং নদী এবং কাপ্তাই হ্রদে পানির পানি বেড়ে যাওয়ায় বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলা প্রশাসনের তথ্যমতে, অন্তত ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

বাঘাইছড়ি প্রশাসন জানিয়েছে, পানিবন্দি মানুষের পাশে দাঁড়াতে জরুরি সহায়তা কার্যক্রম শুরু করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা এলাকায় অবস্থান করছেন।

Related Articles

Back to top button