পাহাড়ের রাজনীতি

রাজস্থলীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‌্যালি

রাজস্থলী (রাঙামাটি): নানা আয়োজনের মধ্য দিয়ে রাঙামাটির রাজস্থলী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো পালন করেছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর এক বছর পূর্তি।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় রাজস্থলী বাজারস্থ বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান শেখ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মংঞো মারমা।

বক্তব্য রাখেন—সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম, সহ-সভাপতি চথোয়াইপ্রু মারমা, সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলন, জেলা বিএনপির সদস্য মিসাচিং মারমা, সহ-সাধারণ সম্পাদক মুইথুইঅং মারমা, যুবদলের উপজেলা আহ্বায়ক রুবেল হোসেন, সদস্য সচিব উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুর ইসলাম, ছাত্রদলের সদস্য সচিব সাজন তঞ্চঙ্গ্যা, কৃষক দলের সভাপতি বিষু সাহা, সাধারণ সম্পাদক মো. সুমন, বিএনপির সাবেক ইউপি চেয়ারম্যান মো. সোলেমান, ছাত্রবিষয়ক সম্পাদক লাকি মারমা প্রমুখ।

বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসররা দেশের স্বাধীনতা ও স্থিতিশীলতার জন্য হুমকি। তারা সবসময় ষড়যন্ত্রে লিপ্ত থাকে। বক্তারা দাবি করেন, স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান নেই। ভবিষ্যতে যাতে আর কোনো স্বৈরশাসক ক্ষমতায় আসতে না পারে, সে লক্ষ্যে বিএনপি আন্দোলন চালিয়ে যাবে।

বিজয় শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

Related Articles

Back to top button