কাপ্তাইপ্রধান খবর

কাপ্তাই বাঁধের স্লুইস গেট খুলবে মঙ্গলবার 

বৃষ্টিপাত ও পানির স্তর বিবেচনায় সময় পরিবর্তন

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির কাপ্তাই বাঁধের স্লুইস গেট আজ সোমবার (৪ আগস্ট) দুপুরে খোলার কথা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তা স্থগিত করে আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৪ আগস্ট) সকালে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে কাপ্তাই হ্রদের পানির স্তর ১০৭.৪৯ এমএসএল (Mean Sea Level)। পূর্বঘোষণা অনুযায়ী, আজ দুপুরে বাঁধের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খোলার কথা ছিল। তবে পানির প্রবাহ ও আবহাওয়ার সামগ্রিক অবস্থা বিবেচনায় সেই সিদ্ধান্ত একদিন পিছিয়ে মঙ্গলবার সকাল ১০টায় গেট খোলা হবে।

এর আগে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেকে পানির স্তর বিপৎসীমায় পৌঁছেছে। সে অনুযায়ী, বাঁধের গেট খুলে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছাড়ার কথা রয়েছে।

এছাড়া বিদ্যুৎ উৎপাদনের জন্য কেন্দ্রের ৫টি ইউনিট থেকে প্রতিদিন ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এতে প্রতি সেকেন্ডে আরও ৩২ হাজার কিউসেক পানি হ্রদ থেকে নদীতে নিষ্কাশিত হচ্ছে।

পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক আরও জানান, লেকের ইনফ্লো ও বৃষ্টিপাত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি হ্রদের পানির স্তর দ্রুত বৃদ্ধি পায়, তাহলে গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হতে পারে।

Related Articles

Back to top button