সারাদেশ

দেশজুড়ে ভারী বৃষ্টির শঙ্কা, ধেয়ে আসছে ‘ঈশান’ বৃষ্টিবলয়

ভারী বৃষ্টিপাত ছবি:সংগৃহীত

আবহাওয়া ডেস্ক:
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় দেশের পাঁচটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি, শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান’ বাংলাদেশের দিকে ধেয়ে আসছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

রোববার দুপুরে দেওয়া পূর্বাভাসে জানানো হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এই বৃষ্টির প্রবলতা বেশি থাকবে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নিচু এলাকায় বন্যার শঙ্কাও রয়েছে।

‘ঈশান’ চলতি বছরের ১০ম বৃষ্টিবলয়, যা ৪ আগস্ট রাজশাহী হয়ে বাংলাদেশে প্রবেশ করে ৯ আগস্ট রংপুর দিয়ে দেশ ত্যাগ করতে পারে।

বিডব্লিউওটি জানিয়েছে, এটি একটি পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়, যার প্রভাবে দেশের প্রায় ৯০ শতাংশ এলাকায় কমবেশি বৃষ্টি হতে পারে।

Related Articles

Back to top button